গৃহবধূকে প্রাণে মারার চেষ্টা।অভিযোগ স্বামী সহ শশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে


মানিকচক:-এক গৃহবধূকে প্রাণে মারার চেষ্টা স্বামী সহ শশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। গৃহ বধূর নাম সীমা মন্ডল(২২)।গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়িয়ে পরে মালদা মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর উৎসবটোলা দড়িদিয়ারা এলাকায়।

উল্লেখ্য,গত একবছর আগে পরিবারিক সম্মতিতে মথুরাপুর উৎসবটোলা গ্রামের বাসিন্দা ফটিক মন্ডল(৩০)এর সাথে বিয়ে হয় বিহার আমদাবাদ ছরিদিয়ারা এলাকার বাসিন্দা নবী মন্ডলের মেয়ে সীমা মন্ডল(২২) সাথে।

 অভিযোগ, বিয়ের পর থেকে পণের দাবি করতে থাকে ফটিক মন্ডল।মঙ্গলবার রাতের অন্ধকারের সুযোগ দিয়ে বাঁশ নিয়ে বেধড়ক মারধর করার পর। ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করে ফটিক মন্ডল সহ তাঁর পরিবারের লোকজনেরা।এমনি অভিযোগ করেন ওই গৃহবধূ।এই মর্মে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছেন গৃহবধূ সীমা মন্ডল।

ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তদের শান্তির দাবি তুলছেন গ্রামবাসীরা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন