বধির ছাত্র আদিত্যের দ্বাদশ শ্রেণীর বোর্ড পাস করল
জলপাইগুড়ি, ১৯ই জুলাই : এ বছর রাজ্য দ্বাদশ শ্রেণীর বোর্ড রেজাল্ট বের করে পাস করল জলপাইগুড়ির বানারহাটের বধির ছাত্র আদিত্য কেপচাকি। তার বিষয়ের মোট নম্বর 353। তাঁর বাবার মদন কেপচাকি, রাস্তার নির্মাণকারী পেশা। তাঁর সাফল্যের পর তাঁর পরিবার ও জলপাইগুড়ি জেলা বধির অ্যাসোসিয়েশনের সদস্যের খুব খুশি। আগামী দিনের ভবিষ্যৎ চালিয়ে যাবে। আদিত্যের সাফল্যের শুভেচ্ছা জানালেন সভাপতি অভিষেক বসু ও সম্পাদক মুন্না ভগৎ।