মিল্কি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনা ওয়ার্ডের উদ্বোধন করলেন বিধায়িকা সাবিত্রী মিত্র।
মানিকচক, প্রার্থ ঝা : মানিকচক বিধানসভার মিল্কি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৪০ বেডের করোনা ওয়ার্ডের উদ্বোধন করলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র। এদিন ফিতে কেটে করানা ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর সাথে অক্সিজেন প্লান্টের ব্যাপারে তিনি জানান। অতি শীঘ্রই মানিকচক বিধানসভার মানুষ মিল্কি হাসপাতালে অক্সিজেন এর সুবিধা পেতে চলেছেন। তার সাথে করোনা রোগীদের আর যেতে হবে না জেলা বা জেলার বাইরে। রোগীর চিকিৎসা হবে মিল্কি স্বাস্থ্য কেন্দ্রের করোনা ওয়ার্ডে। এরূপ পদক্ষেপে খুশি মানিকচক বিধানসভার সাধারণ বাসিন্দারা।