হিরোইন বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার 2
হাবড়া, অভীক দে : উত্তর 24 পরগনা জেলার হাবরা থানা বিরা লক্ষ্মীপুল বটতলা বাজার থেকে হিরোইন বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার 2।
লক্ষ্মীপুল এলাকার বাসিন্দা অদুত মন্ডল 33 ও আবদুল হামিদ তরফদার 40 কে সোমবার গভীর রাতে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ উদ্ধার হয় হেরোইন।
পুলিশ সূত্রে জানা যায়, অদুত মন্ডল ও আব্দুল হামেদ তরফদার সোমবার রাতে একটি সাইকেলে করে বিক্রির উদ্দেশ্যে বটতলা বাজারে ঘোরাঘুরি করতে থাকে। গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ অভিযুক্তদের আটক করে। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় 10 গ্রাম হেরোইন। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে বিক্রির উদ্দেশ্যে জড়ো হয় ধৃতরা। অভিযুক্তদের মঙ্গলবার বারাসত আদালতে পাঠানো হয়।