মাক্স বিতরন করলেন বেলাকোবা পুলিশ ফাড়ির ওসি ,এবং সামাজিক দূরত্ব এবং মাক্স ব্যবহার না করায় কান ধরে উঠবোস করাল
বেলাকোবা 4 জুন : বেলাকোবা পুলিশ ওসি সুব্রত সাহার নেতৃত্বে বৃহস্পতিবার পুলিশ কর্মীদের নিয়ে মাক্স বিতরণ করলেন সচেতনতা বার্তা দিলেন সকল জনগণকে তার পাশাপাশি সামাজিক দূরত্ব এবং মাক্স না পড়ায় কান ধরে উঠবস করালেন দুই যুবককে।
বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি সুব্রত সাহা জানান কেউ কোন নিয়ম মানছে না বলে এই উদ্যোগ। এই সুন্দর ব্যবস্থার জন্য উত্তরবাংলা তরফ থেকে বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি সুব্রত সাহা কে কুর্নিশ জানাই।