সংবাদের জেরে বেলাকোবার জল প্রকল্পের কর্মীদের শারীরিক সুরক্ষার সামগ্রী তুলে দেওয়া হল।
বেলাকোবা 4 জুন : সংবাদের জেরে বেলাকোবার জল প্রকল্পের কর্মীদের শারীরিক সুরক্ষার সামগ্রী তুলে দেওয়া হল।এই বিষয়ে বিভাগীয় দপ্তর থেকে কোন সহযোগিতা করা না হলেও বৃহস্পতিবার প্রকল্পের সিভিল বিভাগের ঠিকাদার কানাই লাল সেন নিজের উদ্যোগেই তার দুই কর্মীর হাতে শারীরিক সুরক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার ,মাক্স , গ্লাভস ও সাবান তুলে দেন।সামগ্রীতে অত্যন্ত খুশি দুইকর্মী নারায়ণ চক্রবর্তী ও দিপালী দে মোদক। তারা বলেন ,অনেকদিন ধরে সামগ্রিক জন্য আবেদন করেও কোনো ফল হয়নি একমাত্র সংবাদ জেরেই তারা আজি পেলেন এর জন্য সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান। উল্লেখ্য,উক্ত জল প্রকল্পে আলাদা মেকানিক্যাল বিভাগে রয়েছেন চারজন চুক্তি ভিত্তিক কর্মী অথচ তারা এখনো বঞ্চিত।
জঙ্গল পরিষ্কার করার ব্যাপারে বিভাগীয় কর্তৃপক্ষ বুধবারের ভিতর পরিষ্কারের কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সংবাদ লেখা পর্যন্ত পরিষ্কার না হওয়াতে সাপের আতঙ্কে আতঙ্কিত রয়ে গেছে পাম্প কর্মীদের মধ্যে।