বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা করলেন দিলীপ ঘোষ


কলকাতা : সোমবার বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হল।

উত্তর কলকাতার মুরলীধর সেন লেনে দলের রাজ্য সদর দপ্তর থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নতুন কমিটি ঘোষণা করেন। দিলীপবাবু বলেন, লকডাউন শুরুর আগে আমি ও প্রতাপ বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে আলোচনা করে এই কমিটি চূড়ান্ত করে এসেছি। লকডাউনের কারণেই কমিটি ঘোষণা করা হয়নি। লকডাউন ক্রমে শিথিল হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় কমিটি ঘোষণা করা হল।

বিজেপির নতুন রাজ্য কমিটিতে ১২ জনকে সহ-সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে। এই ১২ জন হলেন- বিশ্বপ্রিয় রায়চৌধুরি, সুভাষ সরকার, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, দেবাশিস মিত্র, রাজকমল পাঠক, রাজু বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারি, দীপেন প্রামাণিক, অর্জুন সিং, ভারতী ঘোষ ও মাফুজা খাতুন।

সায়ন্তন বসু, সঞ্জয় সিং, রথীন বসু, জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চট্টোপাধ্যায়– এই ৫ জনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

১০ জন সচিবও রয়েছেন রাজ্য কমিটিতে। তাঁরা হলেন- তুষার মুখোপাধ্যায়, তুষারকান্তি ঘোষ, অরুণ হালদার, দীপাঞ্জন গুহ, বিবেক সোনকর, সব্যসাচী দত্ত, তনুজা চক্রবর্তী, ফাল্গুনি পাত্র, সংঘমিত্রা চৌধুরি ও শর্বরী মুখোপাধ্যায়।

বিজেপির ৭টি শাখা সংগঠনের নেতৃত্বেও বদল আনা হয়েছে। অগ্নিমিত্রা পলকে মহিলা মোর্চার আহ্বায়ক করা হয়েছে। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে যুব মোর্চার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তফশিলি মোর্চার সভাপতি হয়েছেন দুলাল বর। তফশিলি উপজাতি মোর্চার সভাপতির ভার পেয়েছেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু। ওবিসি মোর্চার সভাপতি, কিষান মোর্চা ও সংখ্যালঘু মোর্চার সভাপতি করা হয়েছে যথাক্রমে নির্মল কর্মকার, মহাদেব সরকার ও আলি হোসেনকে।

দিলীপবাবু এদিন জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৮ জুন রাজ্য বিজেপি সমস্ত কর্মকর্তাদের নিয়ে অনলাইনে একটি জনসভা করবেন। পরবর্তীতে রাজ্যের পাঁচটি সাংগঠনিক বিভাগে ১০০০ কার্যকর্তা ও ১০০০ শ্রোতা নিয়ে এই ধরনের জনসভা করা হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন