করোনা আতঙ্ক নিয়ে মানুষ আতঙ্কিত অপরদিকে বর্ষাতে পতঙ্গ বাহিত রোগ ডেঙ্গুতে মানুষ যাতে আতঙ্কিত না হন তার জন্য স্বাস্থ্য দপ্তর ও শিকারপুর গ্রাম পঞ্চায়েত যৌথ সচেতনতা
বেলাকোবা 4 জুন:একদিকে করোনা আতঙ্ক নিয়ে মানুষ আতঙ্কিত অপরদিকে বর্ষাতে পতঙ্গ বাহিত রোগ ডেঙ্গুতে মানুষ যাতে আতঙ্কিত না হন তার জন্য স্বাস্থ্য দপ্তর ও শিকারপুর গ্রাম পঞ্চায়েত যৌথ উদ্যোগে আজ থেকে সরকারি কর্মসূচি অনুসারে বেলাকোবার বিভিন্ন মহল্লায় প্রচারে নামলেন। তারা বাড়ি বাড়ি গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন অযথা জল জমতে না দেওয়া মশারি ব্যবহার করা প্রমুখ বিষয় গ্রামবাসীদের সচেতন করেন। ডেঙ্গু থেকে সাবধানতা বিষয়ে একাধিক পোস্টার সাটান। এই সচেতনতা কর্মসূচির তে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন আশা কর্মী নীলিমা হোড়, ভিলেজ রিসোর্স পারসন মেহেরুন নেছা, পলাশ রায় অশোক দাস প্রমুখ।
এ সম্পর্কে নিলিমা হোড় বলেন বর্ষাতে পতঙ্গ বাহিত রোগের আক্রমণ ঘটে তার জন্য আগাম সচেতনতা হিসাবে এই প্রচার অভিযান। প্রচারে থাকছে বাড়িতে খালি কৌটো ফুলের টপ গামলা ডিমের খোলা প্রমুখতে জল জমতে না দেওয়া ড্রেনে প্রতি শনিবার অন্তর কেরোসিন তেল অথবা তৈলাক্ত স্প্রে করা। লক্ষণ হিসাবে জ্বর মাথা ব্যাথা বমি বমি ভাব এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে রোগীদের ।লক্ষণ দেখা দিলে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া।
এসম্পর্কে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমলেন্দু ভৌমিক বলেন প্রতিবছর বর্ষার সময় পতঙ্গ বাহিত রোগের বিষয়ে সচেতনতা ও প্রচার কর্মসূচী পালিত হয়ে থাকে এ বছরও এই কর্মসূচি পালন করা হচ্ছে এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।