সঠিক ঠিকানা না থাকায় ডিজিটাল রেশন কার্ড হাতে পেয়েও রেশন সামগ্রী পাচ্ছেন না


রাজগঞ্জ ৯ মেঃ  সঠিক ঠিকানা না থাকায় ডিজিটাল রেশন কার্ড হাতে পেয়েও রেশন সামগ্রী পাচ্ছেন না জয়পুর চা বাগানের অনেক শ্রমিক। এই নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। চা বাগানের হলুদ কার্ড যাদের রয়েছে এবং স্থায়ী শ্রমিকরা চা বাগান থেকে তাদের প্রাপ্য রেশন পাচ্ছেন। কিন্তু অস্থায়ী শ্রমিকরা ঠিকভাবে পাচ্ছেন না রেশন সামগ্রী। বাগানে গিয়ে দেখা গিয়েছে ডিজিটাল রেশন কার্ডে কারো ঠিকানা রয়েছে জলপাইগুড়ি কারো আবার আসাম মোর। ফলে শ্রমিকরা সমস্যায় পড়েছেন। শ্রমিকরা  বলেন, কবে যে সমস্যার সমাধান হবে আর কবে যে সরকারিভাবে সরকারি ভাবে রেশন পাবো।

    এই প্রসঙ্গে সংশ্লিষ্ট চা বাগানের ম্যানেজার ডি চৌধুরী বলেন, বাগানের শ্রমিকদের প্রাপ্য রেশন তারা দিচ্ছেন। এই প্রসঙ্গে পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, প্রধান হেমব্রম বলেন ঠিকানা নিয়ে সমস্যা রয়েছে। বিষয়টি তিনি খাদ্য দপ্তরের কর্তাদের গড়ে তুলেছেন। তিনি আশা করছেন খুব শীঘ্রই এর সমাধান করা সম্ভব হবে। প্রধান বাবু বলেন, গরিব শ্রমিকরা যাতে না খেয়ে না থাকে তার জন্য তারা দলীয়ভাবে চাল ডাল থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র শ্রমিকদের দিয়েছেন। অন্য একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন এরপরেও যদি কেউ বাদ পড়ে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েতে সরকারিভাবে যে চাল আসছে সেখান থেকে তাদের হাতে তুলে দেওয়া হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন