লকডাউন এ ঝোপঝাড়ের পাশে বসেছে জুয়ার আখড়া


 বেলাকোবা 2 মে : জলপাইগুড়ি জেলায়  রেড জোন  ঘোষিত হয়েছে, এরইমধ্যে রাজগঞ্জ ব্লকের  শিকারপুর অঞ্চলের   বাবু পাড়ার পার্শ্ববর্তী  ক্যানেলএর পাশে দেখা গেল  জুয়ার আখড়া
যেখানে লকডাউন এ  জমায়েত করা নিষিদ্ধ ।  মানছে না কেউ এই নিয়ম
একজন ধানচাষী জানান  প্রত্যেক দিনই এরকমভাবে  বাইরে থেকে আসা  স্বল্প বয়সী যুবক   জুয়া আখরা বসায় এবং মদ্যপান করে বলে তিনি জানান  , মদ্যপান করে কাচের বোতল গুলো যেখানে সেখানে ফেলার জন্য অনেকের অনেক সময় হাত পা কেটে যায় এতে করে তাদের অনেক অসুবিধা হয় !  অভিযোগকারী কৃষকের নাম জানতে চাইলে তিনি নাম  সংবাদ মাধ্যমকে প্রকাশ করতে মানা করেন,  কারণ জানতে চাইলে কৃষক জানান  কারণ এখানে অনেক  উচ্চপদস্থ   পরিবারের সন্তানরা এই আড্ডার সঙ্গে যুক্ত ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন