গ্রীনলাভার সংগঠনের পক্ষ থেকে থার্মাল স্ক্রিনিং সহ অন্যান্য রোগের বিনামূল্যে ডাক্তারের পরামর্শ


বেলাকোবা 29 মে:শুক্রবার স্টেশন কলোনিতে গ্রামবাসীদের থার্মাল স্ক্রীনিং ওজন নির্ণয় , পেশার চেকআপ সুগার নির্ণয় বিনামূল্যে চিকিৎসা পরিষেবার কর্মসূচি পালিত হয়। আশা কর্মী নীলিমা হোর  শিশু থেকে বৃদ্ধা /বৃদ্ধ গ্রামবাসীদের থার্মাল স্ক্রিনিং করেন। তিনি জানান মোট 85 জনকে থার্মাল স্ক্রিনিং করেছেন এর মধ্যে মাত্রা অতিরিক্ত টেম্পারেচার পাওয়া যায়নি। তাকে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করেন পম্পি দাস ,পম্পা দাস, বাসনা সূত্রধর।
স্বেচ্ছায় বিনামূল্যে শিবিরে চিকিৎসায় অংশগ্রহণ করেন স্থানীয় ডাক্তার অনুরাগ দত্ত। তিনি জানান ,মোট 65 জনের কে দেখেছেন এরমধ্যে জলের কারণে আমাশা রোগীর সংখ্যা বেশি, সম্ভাব্য টিভি আক্রান্ত রোগী, ইসকেমিক হার্ট ডিজিজ, দাঁতের সমস্যা ও রয়েছে। ডাক্তারের সাথে সহযোগিতায় ছিলেন সংগঠনের, শ্রেয়া দাস ও মনোজ দাস।
এছাড়া সার্বিক ভাবে সহযোগিতা করেন সংগঠনের রুম্পা মাহাতো বাচ্চু দাস সরস্বতী দাস প্রমুখ
গ্রামবাসী ধীরেন দাস  লকডাউন এর সময় রোগের চিকিৎসা হাসপাতাল এ গিয়ে করাতে তারা করোনার ভয়ে আতঙ্কিত । আজ তারা পাড়াতেই গ্রীনলাভার সংগঠনের পক্ষ থেকে থার্মাল স্ক্রিনিং সহ অন্যান্য রোগের বিনামূল্যে ডাক্তারের পরামর্শ পেয়ে  খুব উপকৃত হয়েছেন এজন্য গ্রীনলাভার এর সকল সদস্য সদস্যাদের প্রাণভরে আশীর্বাদ করেন।
সংগঠনের পক্ষে সচিব অশোক দাস জানান, করোনার কারণে অধিকাংশ স্বাস্থ্য পরিষেবা বন্ধ । সাধারণ অন্যান্য রোগের চিকিৎসা করাতে আতংকের কারণে হসপিটাল বিমুখ ,সেই কারণেই গ্রামবাসীদের দোর গোড়ায় এই স্বাস্থ্য পরিষেবা দিতে আজকের স্বাস্থ্য শিবির ।এই শিবিরে অংশগ্রহণকারী স্বাস্থ্যকর্মী ও
স্বেচ্ছায় অংশগ্রহণকারী ডাক্তারবাবুকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। সেইসাথে আগামীতে বেলাকোবির প্রত্যন্ত গ্রামে গঞ্জে এই পরিষেবা ছড়িয়ে দেবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন