36 জন স্বাস্থ্যকর্মীদের হ্যান্ড গ্লাভস ,N95 মাক্স, স্যানিটাইজার ,টুপি সেইসাথে সেন্টার প্রতি দুই বস্তা ব্লিচিং পাউডার
বেলাকোবা 29 মে: শুক্রবার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দেবী চৌধুরানী আলোচনা কক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে গ্রাম পঞ্চায়েতের অধীনে পাঁচটি হেলথ সাব সেন্টার যথা ঢোপেরহাট ,শিকারপুর টি জি,মালিভিটা ,ডিকাপাড়া ও শিকারপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে 23 জন আশা কর্মী,10 জন এ এন এম ,1 জন সুপারভাইজার, 2 জন সি এস ও সহ মোট 36 জন স্বাস্থ্যকর্মীদের হ্যান্ড গ্লাভস ,এন 95 মাক্স, স্যানিটাইজার ,টুপি সেইসাথে সেন্টার প্রতি দুই বস্তা ব্লিচিং পাউডার তুলে দেওয়া হয়েছে।
আশা কর্মী নিলিমা হোড়, মনিকা দত্ত ,রিঙ্কু শীল প্রমুখ রা বলেন ,তাদের বাড়ি বাড়ি গিয়ে করোনা সম্পর্কে খোঁজখবর নিতে হচ্ছে ।সেই পরিপেক্ষিতে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের শারীরিক সুরক্ষার জন্য শুক্রবারের উদ্যোগ কে তারা আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জিতা রায় ,উপপ্রধান অমলেন্দু ভৌমিক , পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় ,পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষা রুপালি দে, বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি সুব্রত সাহা প্রমুখ।