শিকারপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে প্রধান সমব্যাথী প্রকল্পের উপভোক্তা দের টাকা প্রদান করছেন।


বেলাকোবা 12 মে :রাজ্য সরকারের সমব্যাথী প্রকল্পের উপভোক্তাদের মঙ্গলবার শিকারপুর গ্রাম পঞ্চায়েত থেকে প্রকল্প বাবদ টাকা মিটানো হলো।
এ সম্পর্কে গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জিতা রায় জানান দুস্থ পরিবারের কেউ মারা গেলে তার সৎকারের জন্য রাজ্য সরকার সমব্যথী প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের  উপভোক্তারা দুই হাজার টাকা করে পাবেন।তার গ্রাম পঞ্চায়েত এলাকার 3-4 মাস আগে এই প্রকল্পের 101 জন আবেদনকারি  উপভোক্তা কে আজ তার কার্যালয় থেকে 2000 টাকা করে দেওয়া হয়েছে।

এ সম্পর্কে উপপ্রধান অমলেন্দু ভৌমিক বলেন , লকডাউন এর কারণে এই টাকা বন্টন করতে পারেননি আজ সোশ্যাল ডিসটেন্সি মেনে সকল ধর্মের উপভোক্তাদের 2000 করে টাকা মেটানোর  হলো ।
উপভোক্তা স্টেশন কলোনির ঝন্টু দাস জানান মা র সৎকারের জন্য তিনি আবেদন করেছিলেন ,হাসুয়া পাড়া নিবাসী শশীবালা রায় জানান স্বামীর সৎকারের জন্য আবেদন করেছিলেন,মোল্লার বাড়ি নিবাসী হিরেন রায় জানান বাবার সৎকারের জন্য আবেদন করেছিলেন।  সকল উপভোক্তাদের  বক্তব্য ছিল ,এই লকডাউন সময় কালে 2000 টাকা তাদের নিকট 10000 টাকার থেকেও অধিক কারণ পেশার কাজ নেই, এই টাকাটা তাদের দারুণভাবে পরিবার চালানোর ক্ষেত্রে সাহায্য করবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় শিক্ষা কর্মাধ্যাকা রুপালি দে প্রমুখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন