রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় নিজের বুথের অসহায়দের সাহায্য করলেন
রাজগঞ্জ, ২৩ এপ্রিল: লকডাউনের কারণে অসহায় হয়ে পড়েছেন গরীব পরিবারগুলি। অন্যান্য জায়গার মতো রাজগঞ্জ ব্লকেও একই ঘটনা। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় লকডাউন শুরুর পর থেকে লাগাতার ব্লকের অসহায় পরিবারদের সাহায্য করছেন। আজ তার নিজের বুথ পাতিলাভাষায় প্রায় ২৫০ দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেন। ৫ কেজি চাল, ৩ কেজি আলু সহ ডাল, বিস্কুট, সাবান দিয়ে সাহায্য করেন। এই সাহায্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে বিধায়ক জানিয়েছেন।
এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি পূর্ণিমা রায় , শিকারপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান অমলেন্দু ভৌমিক, বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি সুব্রত সাহা প্রমূখ।