ত্রাণ বিতরণ এবং তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি
রাজগঞ্জ 19 এপ্রিল : বেলাকোবা কেবল পাড়া হাইস্কুলে রবিবার ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রাজগঞ্জ বিধানসভার কেবলপাড়া সোনার বাড়ির বুথে বিজেপি ছেড়ে রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায় এর হাত ধরে তিন জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাপস মোহন্ত, সুমন দাস, আবির মিত্র । এই তিনজনের নেতৃত্বে আরো 50 জন বিজেপি কর্মী যোগদান করে বলে জানান শিকারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমলেন্দু ভৌমিক ।
এই অনুষ্ঠান রাজগঞ্জ বিধানসভার পঞ্চায়েত সমিতির পূর্ণিমা রায় , শিকারপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাদক্ষ রুপালি দে , শিকারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমলেন্দু ভৌমিক অন্যান্য নেতা নেতৃবৃন্দ ।
ভারতীয় জনতা পার্টির রাজগঞ্জ উত্তর মন্ডলের সভাপতি অনিল বর্মন এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য তপন রায় জানান যারা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন তারা সুবিধাবাদী তবে এরকম লোক দল ছেড়ে দিলে আমাদের দলের কোন ক্ষতি হবে না ।
সূত্রের খবর