বেলাকোবা পুলিশ ফাঁড়ির উদ্যোগে চাল, ডাল, আলু, বিতরন


 বেলাকোবা 29 মার্চ:   বেলাকোবা পুলিশ ফাঁড়ির   ইনচার্জ  সুব্রত সাহা  উদ্যোগে চাল ,ডাল, আলু   বিতরণ করলেন 50 টি পরিবারে। 
 উদ্যোক্তা  পুলিশ ফাঁড়ির ইনচার্জ  সুব্রত সাহা জানালেন   50টি পরিবারে সাহায্য করে খুব  ভালো লাগছে। আমার সমস্ত টিম মিলে আমাকে সহযোগিতা না করলে আমি এই উদ্যোগ নিতে পারতাম না ।  বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন   জয় রায় ,দীপেন সুব্বা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন