#চাল, ডাল,বিতরন কর্মসূচি
রাজগঞ্জ 29 মার্চ: কেন্দ্র সরকারের আদেশ অনুসারে সারা রাজ্যে যখন 21 দিনের লকডাউন চলছে সেই সময়ে যারা দিনমজুর তাদের চাল ডাল সবজি দেবার কর্মসূচি চলছে রাজ্যে ।সেই সময় রাজগঞ্জ উত্তর মন্ডলের উদ্যোগে 63 নং বুথে চাল ডাল আলু বিতরণ করলেন ।
উপস্থিত ছিলেন রাজগঞ্জ উত্তর মন্ডলের সভাপতি অনিল বর্মন, জেলা কিষান মোর্চার সাধারণ সম্পাদক নকুল দাস ।