দুর্বল বেলাকোবার সাথে সংযোগকারী সাহেববাড়ি সেতু ,প্রশাসন নীরব দর্শক।
উওর বাংলা নেটওয়ার্ক, 16 ই মার্চ: প্রায় পাঁচ হাজারের অধিক মানুষের যোগাযোগের সংযোগকারী একমাত্র সাহেব বাড়ি সেতু দীর্ঘদিন ধরে জীর্ণ দশা গোস্ত। নতুন পাড়া রাজমাতা বাড়ি গাড়ি পাড়া ডাক্তার পাড়া সহ প্রায় 5-6 টি গ্রামের মানুষ যোগাযোগের কারণে এই সেতুটির উপর নির্ভরশীল। হাজারেরও বেশি পড়ুয়া নিত্যদিন এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে গ্রামের অসুস্থ মানুষের বাধ্য হয়ে এই দুর্বল সেতুর উপর দিয়ে রাতবিরেতে হাসপাতাল অভিমুখে চটি কিন্তু স্থানীয় পঞ্চায়েত সহ প্রশাসন সব জেনেও নীরব দর্শকের ভূমিকায় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। বহুবার বাসিন্দারা প্রশাসনের বিভিন্ন স্তরে সেতুটি মেরামত এবং পুনর্নির্মাণের জন্য দরবার পড়েছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি। পরিস্থিতি এমনই যে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে, এছাড়া এই দুর্বল সেতুটির আশপাশে এবং নদীবক্ষে রাতের অন্ধকারে অজানা মানুষেরা প্রতিদিন আবর্জনা ফেলছে ফলে জল দূষণ হচ্ছে বলে অভিযোগ। ভালো না থাকায় রাতের অন্ধকারে এই সেতু পারাপার করা মহিলাদের পক্ষে ও উপযুক্ত নয়, নিত্য অসামাজিক কার্যকলাপ ঘটে চলেছে ,মাতালদের দৌরাত্ম্য বাড়ছে। স্থানীয় বাসিন্দারা এই দুর্বল সেতু থেকে অবিলম্বে পুনঃনির্মাণ সহ আলোকস্তম্ভ বসানোর দাবি দাবি করেছেন ।