অবশেষে উদ্ধার হল মাধ্যমিকের‌৭৩ ইংরেজি‌ খাতা তুফানগঞ্জ 1 নং ব্লক এ দেওচড়াই নেপালখাতা এলাকায়


  মানিক বর্মন , তুফানগঞ্জ 15 মার্চ : মাধ্যমিকের  খাতা পাওয়া গেল  তুফানগঞ্জ 1 নং ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের নেপালখাতা এলেকায় ।‌  জানা যায়  অাসামের অাগমনি  এক ব্যক্তি বানচা সেন  বালাঘাট ব্রিজের পাশে পরে   পড়ে থাকতে দেখে  তখন সেখান থেকে খাতা নিয়ে  আসেন । নেপালখাতার এলাকায় তার ভায়রার বাড়িতে জমাদেয়  তার নাম দৃয রায়ের কাছে জমা দেয় ।
 পরবর্তীতে স্থানীয় প্রশাসন  খাতাগুলো কে উদ্ধার করে ।
 মধ্যশিক্ষা পর্ষদের জেলা আহবায়ক মিঠুন বৈশ্য  স্থানীয় বাসিন্দাদের  এবং  বানচা সেন কে  বাহবা জানিয়েছেন ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন