সরকারি টাকায় তৈরি সুলভ শৌচালয় তালাবন্ধ, শিকারপুরে চরম ভোগান্তি
রাজগঞ্জ : জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায় সুলভ শৌচালয়ের বেহাল দশা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পরিষদের অর্থানুকূল্যে ও রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় প্রায় ৪ বছর আগে ওই সুলভ শৌচালয়টি নির্মিত হলেও বর্তমানে তা তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শৌচালয়ের জলের পাইপ ভেঙে পড়েছে। সোলার সিস্টেমের মাধ্যমে জলের ব্যবস্থা থাকলেও বর্তমানে তা সম্পূর্ণ অচল। ফলে এলাকার মানুষজন চরম দুর্ভোগের মুখে পড়েছেন।
নবজীবন ক্লাবের পাশে অবস্থিত এই সুলভ শৌচালয়ের আশপাশে রয়েছে বাজার, কেবলপাড়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়। স্কুলে আসা অভিভাবক ও সাধারণ মানুষদের প্রতিদিনই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।নিয়মিত দেখাশোনার জন্য একজন কর্মী রাখা গেলে এলাকার মানুষের উপকার হবে।
পুনরায় শৌচালয়টি চালু করা হলে এলাকাবাসীর যথেষ্ট সুবিধা হবে। আমি জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির কাছে আবেদন করছি সংবাদ মাধ্যমের দ্বারা বলে জানান স্থানীয় বাসিন্দা ও শিক্ষক দিপেন্দর সাহ।
এ বিষয়ে বিজেপি সদস্য তপন রায় অভিযোগ করেন, শুধু কেবলপাড়া নয়, রাজগঞ্জের বিভিন্ন প্রান্তে একাধিক সুলভ শৌচালয়ের একই অবস্থা। সরকারি টাকা অপচয় করে এগুলি তৈরি করা হয়েছে। উদ্বোধনের পরদিনই তালা বন্ধ হয়ে যায়। তৃণমূল সরকার উন্নয়নের নামে ধাপ্পাবাজি করে টাকা নয়ছয় করছে।
যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য নারায়ন বসাক বলেন, ৪ বছর আগে শৌচালয়টি তৈরি হয়েছে ঠিকই। বিষয়টি আমার জানা খুব শীঘ্রই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। যদি সম্ভব হয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।
পঞ্চায়েত সমিতির সদস্য রুপালি দে সরকার জানান,বিষয়টি আমার জানা ছিল না। কেউ আমাকে জানায়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।