রাজগঞ্জে পিকআপ ভ্যানের তাণ্ডব, পরপর দু’টি দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু


সংবাদদাতা, রাজগঞ্জ:
মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর ও পানিকৌরি গ্রাম পঞ্চায়েত এলাকায় একের পর এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। একটি পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারান দুই বাইক আরোহী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বটতলা দিক থেকে আসা একটি চারচাকার পিকআপ ভ্যান শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া এলাকায় একটি বাইককে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক মলিন রায় (১৮)। তাঁকে দ্রুত রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


এর কিছুক্ষণ পর একই পিকআপ ভ্যানটি পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের বাগডোগরা অফিস মোড় এলাকায় আরও এক বাইক আরোহীকে ধাক্কা মারে। আহত অবস্থায় তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁকেও মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম উত্তম রায় (৩৭)। তিনি পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর খবরে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা পিকআপ ভ্যানটিকে রাস্তার পাশের নালায় ফেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রাজগঞ্জ থানা ও বেলাকোবা পুলিশ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের সঙ্গে স্থানীয়দের তর্ক-বিতর্ক হয় এবং প্রায় এক ঘণ্টা পথ অবরোধ চলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর প্রায় ৩০ মিনিট পরে জলপাইগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন