রাজগঞ্জে খাস জমিকে কেন্দ্র করে উত্তেজনা, দুই পক্ষের ধাক্কাধাক্কি
সংবাদদাতা, রাজগঞ্জ:জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব ফের উত্তেজনার রূপ নিল রাজগঞ্জে। শনিবার বিকেল তিনটা নাগাদ মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ধারাগছ প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
ঘটনায় প্রকাশ, প্রায় এক বিঘা খাস জমিকে কেন্দ্র করেই এই সংঘাতের সূত্রপাত। অভিযোগ, ওই জমির মালিকানা দাবি করে গ্রামবাসীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বলাইগাছের বাসিন্দা সঞ্জয় রায়।
সঞ্জয় রায় দাবি করেন, ধারাগছ ১ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রায় ছয় বিঘা জমি এবং সন্ন্যাসী , গ্রাম ঠাকুরের নামে ৫৭ ডেসিমল জমি আমার বাবা গাঠিয়া রায় দান করেছিলেন। আমাদের অনেক জমি ছিল, তার কিছু পরে খাস ঘোষণা হয়। সেই জমির মধ্যেই বিতর্কিত জমিটিও রয়েছে। খাস না করার জন্য আমার বাবা ভূমি দপ্তরে আবেদনও করেছিলেন।”
অন্যদিকে, গ্রামের বাসিন্দা কেশব রায় জানান, সঞ্জয় রায়ের বাবা স্কুল ও দেবস্থানের জন্য জমি দান করেছিলেন এটা সত্য। তবে মাঝের যে এক বিঘা জমি নিয়ে বিরোধ, তা খাস জমি হওয়ায় সেখানে ব্যক্তিগত দখল চলবে না। তাঁর কথায়, জমিটি দেবস্থান ও স্কুলেরই থাকবে। সঞ্জয় রায় কোনোভাবেই এটি দখল নিতে পারেন না। ওই জমি বিক্রি করে দিলে দেবস্থানে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে। তাই গ্রামের মানুষ মিলে প্রতিরোধ করেছি।
ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে জমির মালিকানা নিয়ে আইনি প্রক্রিয়া এগোবে বলেই মনে করছে স্থানীয় মহল।