শিকারপুর চা পাতা ফ্যাক্টরিতে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি লক্ষ টাকার বেশি


সংবাদদাতা, রাজগঞ্জ: শিকারপুর চা পাতা ফ্যাক্টরিতে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি লাখ টাকার উপরে।

রবিবার ভোর পাঁচটা নাগাদ রাজগঞ্জের শিকারপুর চা পাতা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, ফ্যাক্টরির পেছনে জ্বালানি কয়লার ছাই ফেলা ছিল। সেখান থেকেই আচমকা আগুন লেগে যায় পাইপলাইনের অংশে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন।
ঘটনা দেখতে পেয়ে শ্রমিকরা খবর দেন জলপাইগুড়ি দমকল কেন্দ্রে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং বেলাকোবা ফাঁড়ির পুলিশ। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শিকারপুর চা বাগানের ম্যানেজার প্রুসন চক্রবর্তী জানান,
“ভোর পাঁচটার দিকে আগুন লাগে। জ্বালানি কয়লার ছাই থেকেই আগুনের সূত্রপাত। পাইপলাইনের ক্ষয়ক্ষতি অন্তত ৫ লক্ষ টাকার বেশি।”


ঘটনায় কোনো হতাহতের খবর নেই। দমকল ও পুলিশ আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন