Humayun Kabir New Party: মির্জাপুর থেকে আজই দল ঘোষণা হুমায়ুনের, নতুন দলের নাম কী দিলেন?
মুর্শিদাবাদ: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক মানচিত্রে নতুন সংযোজন। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর আজ, সোমবার (২২ ডিসেম্বর) মির্জাপুর মোড়ে একটি জনসভা থেকে নতুন দল ঘোষণা করবেন। সূত্রের খবর, দলের নাম হতে যাচ্ছে “জনতা উন্নয়ন পার্টি”।
২০১৬ সালে নির্দল প্রার্থী হিসেবে লড়েছিলেন হুমায়ুন; সেই সময় তাঁর প্রতীক ছিল টেবিল। এবারও নতুন দলের জন্য টেবিল প্রতীক চাওয়ার পরিকল্পনা করেছেন। নির্বাচন কমিশন যদি তা না দেয়, তখন তাঁর দ্বিতীয় পছন্দ হবে জোড়া গোলাপ।
বিধায়ক জানিয়েছেন, তৃণমূল ও বিজেপি বিরোধী সকলের জন্য নতুন দলের দ্বার উন্মুক্ত থাকবে। তিনি দাবি করেছেন, নতুন দলের ঘোষণার অনুষ্ঠানে লাখ লাখ মানুষ উপস্থিত থাকবেন। প্রধান মঞ্চে থাকবেন প্রায় ৯০ জন, যার মধ্যে ভিআইপিরাও থাকবেন।
এছাড়া রাজ্য জুড়ে কমিটি গঠন এবং বিধানসভা নির্বাচনে অন্তত ৯০টি আসনে জয়ের লক্ষ্য নিয়েছেন তিনি।
২০২৬ সালের নির্বাচনের পরই বোঝা যাবে, হুমায়ুন কবীরের সেই স্বপ্ন পূরণ হবে কি না। আপাতত তৃণমূল কংগ্রেস এই নতুন দলকে গুরুত্ব দিতে নারাজ।