এসআইআর আতঙ্কে আত্মহত্যা! মেয়ের নামে ফর্ম না মেলায় চূড়ান্ত সিদ্ধান্ত


 রাজগঞ্জ: রাজ্যজুড়ে চলা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে ফের মৃত্যুর ঘটনা। রাজগঞ্জ ব্লকের আমবাড়ির কামারভিটায় এক প্রৌঢ়ের আত্মহত্যাকে কেন্দ্র করে তীব্র শোরগোল ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, মেয়ের নামে ফর্ম না পাওয়ার দুশ্চিন্তাই তাঁর এই চূড়ান্ত সিদ্ধান্তের কারণ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ভুবনচন্দ্র রায়(৬১)। স্ত্রী ও মেয়েকে নিয়ে তাঁর সংসার। সম্প্রতি এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বিএলওরা। সেই ফর্মের ভিত্তিতেই তৈরি হবে এসআইআর-এর খসড়া তালিকা। পরিবারের অন্যান্য সদস্যদের নাম সহ ফর্ম মিললেও তাঁর মেয়ের নামে ফর্ম না আসায় কয়েকদিন ধরেই আতঙ্কে ভুগছিলেন ভুবনবাবু। পরিচিতদের সঙ্গেও উদ্বেগের কথা ভাগ করে নিয়েছিলেন তিনি।



এই অবস্থাতেই বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে কিছু দূরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভোরের আলো থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যদের অভিযোগ করে বলেন এসআইআর আতঙ্কই ভুবনবাবুকে আত্মহত্যায় বাধ্য করেছে। তাঁদের পাশে থাকার আশ্বাস এবং সমালোচনা জানাতে শুক্রবার মৃতের বাড়িতে যান রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়।



 এই প্রথম নয়। রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন