বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তীতে শিকারপুর চা-বাগানে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মূর্তি উন্মোচন
রাজগঞ্জ: শনিবার বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রথমে বেলাকোবা বটতলা থেকে শিকারপুর চা বাগান পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করে আদিবাসী সম্প্রদায়ের মহিলারা।
শিকারপুর চা-বাগানে তাঁর মূর্তি উন্মোচন করেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী অরিন্দম বন্দ্যোপাধ্যায়, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রজনী রায়, রুপালি দে সরকার জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার সহ অন্যান্য গণমান্য ব্যক্তিরা। এই কর্মসূচিতে বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আদিবাসী নেতা বিরসা মুন্ডার সংগ্রামী জীবন ও সমাজসংস্কারমূলক আদর্শকে স্মরণ করে বক্তব্য রাখেন বিধায়ক বলেন বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার বেলাকোবা বটতলা থেকে শিকারপুর চা বাগান পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন করা হলো শিকারপুর ফ্যাক্টরি লাইনেশিকারপুর চা-বাগানে তাঁর মূর্তি উন্মোচন