সাপ উদ্ধার করতে গিয়ে চন্দ্রবোড়ার ছোবলে মৃত্যু সর্পপ্রেমীর
নিজস্ব প্রতিনিধি, নদিয়া:গৃহস্থের বাড়ি থেকে সাপ ধরে সেটিকে উদ্ধার করতে গিয়ে বিষাক্ত চন্দ্রবোড়ার ছোবলে মৃত্যু হল এক সর্পপ্রেমী যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুরে নদিয়ার নবদ্বীপ থানার পালপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতাপনগর হাসপাতাল সংলগ্ন প্রতাপনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বাড়িতে ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক ও প্রকাণ্ড চন্দ্রবোড়া সাপ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় সর্পপ্রেমী দীপ বালা ঘটনাস্থলে ছুটে যান। তিনি যথারীতি সাপটি ধরার চেষ্টা করেন এবং সেটিকে একটি প্লাস্টিকের কৌটোর মধ্যে ঢোকাতে যান। সেই সময়ই সাপটি তাকে ছোবল মারে।
তীব্র যন্ত্রণায় কাতর অবস্থায় দীপকে প্রথমে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার এন.আর.এস. মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই ডায়ালিসিস চলাকালীন বুধবার রাতে মৃত্যু হয় ওই সর্পপ্রেমী যুবকের।
সাপের ছোবলে এক তরতাজা যুবকের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে প্রতাপনগর পালবাজার সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, দীপ সাপ ভালোবাসতেন এবং প্রায়ই আশেপাশের গ্রাম থেকে সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দিতেন। তাঁর অকাল মৃত্যুতে শোকাহত সমগ্র এলাকা।