নাগরাকাটায় দুর্যোগ পরিদর্শনে গিয়ে হামলার মুখে বিজেপি সাংসদ- বিধায়ক
এর মাঝেই সোমবার নাগরাকাটার বামনডাঙা এলাকায় তীব্র অশান্তি। দুর্যোগ পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। স্থানীয় কিছু দুষ্কৃতীর হামলায় গুরুতর জখম হন খগেন মুর্মু। প্রত্যক্ষদর্শীদের দাবি, মাথায় আঘাত লাগায় রক্তে ভেসে যায় তাঁর মুখ ও পোশাক। পিছন থেকে ধাক্কা খেয়ে প্রায় লুটিয়ে পড়েন বিধায়ক শঙ্কর ঘোষও।
বিক্ষুব্ধ জনতার হাতে ভাঙচুর হয় তাঁদের গাড়ি। ছোড়া হয় পাথর, জুতো, লাঠি। কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও রোখা যায়নি হামলা। ঘটনার পর বিজেপি নেতারা অভিযোগ করেছেন, “এই আক্রমণের পিছনে তৃণমূলেরই মদত আছে।”
অন্যদিকে, সোমবারই উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে আলিপুরদুয়ারের হাসিমারায় পৌঁছে তিনি যাবেন বিপর্যস্ত এলাকাগুলি পরিদর্শনে। তাঁর সঙ্গে থাকবেন রাজ্য পুলিশের DG রাজীব কুমার ও ADG STF বিনীত গোয়েল।
এদিকে ইতিমধ্যেই বাগডোগরায় পৌঁছেছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সবমিলিয়ে, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি নাগরাকাটা হামলা ঘিরে উত্তরবঙ্গের রাজনীতি এখন তুঙ্গে।