SIR শুরুর আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ৬৪ আধিকারিকের
কলকাতা: নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়া। তার আগেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। সোমবার প্রশাসনিক সংস্কার ও কর্মবিনিয়োগ দফতরের পক্ষ থেকে একাধিক বিজ্ঞপ্তি জারি করে মোট ৬৪ জন আইএএস ও ডব্লিউবিসিএস আধিকারিকের বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
এই তালিকায় রয়েছেন ১৭ জন জেলাশাসক, একাধিক অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, বিশেষ সচিব ও ওএসডি পদে থাকা আধিকারিকরা। কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈনকে পাঠানো হয়েছে বীরভূমের জেলাশাসক পদে। তাঁর জায়গায় দায়িত্ব নেবেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত।
নবান্ন সূত্রে খবর, SIR শুরু হয়ে গেলে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া কোনও রদবদল করা যাবে না। তাই উৎসবের ছুটির মধ্যেই এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। প্রশাসনের একাংশের মতে, যারা দীর্ঘদিন ধরে একই পদে কর্মরত ছিলেন, তাঁদের আগেভাগেই সরিয়ে বিতর্ক এড়াতে চাইছে রাজ্য সরকার।
এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই SIR প্রক্রিয়াকে ‘NRC-র ছদ্মরূপ’ বলে উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে।