সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে মৃত্যু, লরিচালক আত্মসমর্পণ



 

জলপাইগুড়ি: বুধবার সকালে শোকের ছায়া নেমে এল জলপাইগুড়ি শহর সংলগ্ন সেবাগ্রাম এলাকায়। সাইকেলে যাচ্ছিলেন মোহিতনগর নয়াপাড়ার বাসিন্দা বুড়া চন্দ। সেই সময় উল্টো দিক থেকে আসা এক দ্রুতগামী লরি আচমকা ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মুহূর্তে থমকে যায় পথচারীরা, ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কোতোয়ালি থানার পুলিশ ও ট্রাফিক বিভাগ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। পরে লরিচালক নিজেই থানায় আত্মসমর্পণ করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা উত্তম পাল বলেন, “এই রাস্তায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে। আলোর অভাব আর অতিরিক্ত গতিই মূল কারণ।”

আরেক বাসিন্দা বিশ্বজিৎ শর্মার দাবি, “এলাকায় দ্রুত স্পিড ব্রেকার ও আলো বসানো প্রয়োজন। প্রশাসন ব্যবস্থা না নিলে আরও প্রাণহানি ঘটবে।”

দুর্ঘটনায় এক পরিবারের স্বপ্ন থেমে গেল চিরতরে — আবারও প্রশ্ন উঠল, মানুষের জীবনের দামে কতটা নিরাপদ আমাদের রাস্তা?

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন