জেন-জি-র আন্দোলনে মাদাগাস্কারে সরকারের পতন
জেন-জি তরুণদের লাগাতার বিক্ষোভের জেরে অবশেষে পতন ঘটল মাদাগাস্কারের সরকারের। বিদ্যুৎ ও পানীয় জলের সংকট ঘিরে রাজধানী আন্তানানারিভো-সহ বিভিন্ন শহরে কয়েকদিন ধরেই উত্তাল ছিল পরিস্থিতি। বিক্ষোভে নেতৃত্ব নেয় জেন-জি প্রজন্ম। আন্দোলনের মুখ হয়ে ওঠে অ্যানিমে ‘ওয়ান পিস’-এর পাইরেট পতাকা—যা আগেই দেখা গিয়েছে নেপালের আন্দোলনেও।
প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা, প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনৎসে ও তাঁদের ঘনিষ্ঠ ধনকুবেরদের বিরুদ্ধে ক্ষোভ চরমে ওঠে। প্রথমে সেনা ও পুলিশ নামিয়ে আন্দোলন দমন করার চেষ্টা হলেও ফল হয়নি। বরং বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা দেশে। প্রাণহানির সংখ্যা ২২ ছাড়ালে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপুঞ্জও।
এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রেসিডেন্ট রাজোয়েলিনা এনৎসের সরকার বরখাস্ত করার ঘোষণা করেন। তিন দিনের মধ্যে নতুন সরকার গঠনের আশ্বাস দিলেও, আন্দোলনকারী তরুণদের একাংশ এখন সরাসরি প্রেসিডেন্টের ইস্তফার দাবিতে সরব।