নেতা-মন্ত্রী নয়, গ্রামীণ সাংবাদিকদের হাতেই দুর্গাপুজোর উদ্বোধন! রাজগঞ্জে নজিরবিহীন উদ্যোগ



রাজগঞ্জ:নেতা-মন্ত্রী বা সেলিব্রিটি নয়, এবারের দুর্গাপুজোর উদ্বোধন করলেন গ্রামের সাংবাদিকরা! জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা সংগ্রামী সংঘ ৪৭ তম দুর্গাপুজোয় তৈরি করল এক অনন্য দৃষ্টান্ত।
প্রতিবছর জনপ্রতিনিধিদের দিয়ে পুজোর উদ্বোধন হলেও এ বছর আমন্ত্রণ জানানো হয় রাজগঞ্জ প্রেস ক্লাবকে। ব্যস্ততার মাঝেও ক্লাবের সদস্যরা উপস্থিত হয়ে উদ্বোধন করেন পূজো। সমাজে সাংবাদিকদের অবদানের স্বীকৃতি জানাতে এই উদ্যোগ নেয় পুজো কমিটি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ প্রেস ক্লাবের রঞ্জিত বিশ্বাস, পবিত্র রায়, রবি রায়, কল্যাণ চন্দ্র, রামপ্রসাদ মোদক প্রমুখ। সাংবাদিকদের শুধু উদ্বোধনই নয়, দেওয়া হয় বিশেষ সম্মানও।
পুজো কমিটির উদ্যোক্তা সনাতন ভৌমিক বলেন, “আমরা চাই সমাজে যারা অক্লান্ত পরিশ্রম করে সত্য তুলে ধরেন, সেই সাংবাদিকদেরও যেন সম্মান দেওয়া হয়।”

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন