সোনার দোকানে প্রকাশ্যে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য । ঘটনার তদন্তে পুলিশ!
সনৎ বর্মন, কোচবিহার: শুক্রবার সকালে মাথাভাঙা ২ ব্লকের রামঠেঙ্গা বাজার এলাকায় এক সোনার দোকানে প্রকাশ্যে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ!
উল্লেখ্য যে সপ্তাহখানেক ধরে ঘোকসাডাঙা থানার বিভিন্ন এলাকায় চোরের উপদ্রপ বেড়েছে! কোথাও ফাঁকা বাড়ির সুযোগকে কাজে লাগিয়ে, কোথাও বা দিনেদুপুরে আতঙ্কে সাধারণ মানুষ পাশাপাশি বেগ পেতে হচ্ছে পুলিশকেও ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার সকাল নাগাদ রামঠেঙ্গা বাজার এলাকার জনৈক বাসিন্দা রাজু দাস বাড়ি থেকে জাবতীয় সামগ্রী এনে এসে দোকান খুলে দোকানে বেগপত্র রেখে পুজো দেওয়ার জন্য বাজারে থাকা একটি টিউবওয়েল কল থেকে জল আনতে যায়।
এবং পরে জল এনে দেখতে পান সোনা, রূপোর জিনিস পত্রের ব্যাগটি নেই। ব্যাগটি না পেয়ে হতভম্ভ হয়ে পড়েন তিনি। ঘটনায় শুরু হয় বাজারের শোরগোল। কে বা কারা সোনার অলঙ্কার রাখার ব্যাগটি নিয়ে চম্পট দেয়! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দোকানের মালিক রাজু দাস জানান, সমস্ত সোনার গয়না রূপো চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। সব মিলিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার জিনিস ছিলো। ঘটনার খবর দেওয়া হয় ঘোকসাডাঙ্গা থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। তবে সকাল সকাল এই চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা বাজারে। এবিষয়ে সংশ্লিষ্ট এলাকার ব্যাবসায়ী সমিতির সম্পাদক জানান আমরা বাজারে সিসিটিভি ক্যামেরা বসানোর চিন্তাভাবনা করছি । পাশাপাশি পুলিশ পিকেটিং এর দাবিও জানান তিনি।