Belakobaপুষ্পস্তবক দিয়ে শনিবার শেষ বিদায় জানালেন বেলাকোবা ফাঁড়ির পুলিশ কর্মীরা দীপক অধিকারী কে


পবিত্র রায় রাজগঞ্জ,৬ মে: পুষ্পস্তবক  দিয়ে শনিবার শেষ বিদায় জানালেন বেলাকোবা ফাঁড়ির পুলিশ কর্মীরা দীপক অধিকারী কে  I মর্মান্তিক দুর্ঘটনা দেবেন্দ্র পুর এলাকায় প্রাণ গেল এক তরতাজা সিভিক ভলেন্টিয়ার্স এর I ঘটনাটি শুক্রবার বিকেলে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক সিভিক ভলেন্টিয়ার্স এর , নাম দীপক অধিকারী বয়স আনুমানিক ৩৩ বছর রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পাতলা ভাসা পার্শ্ববর্তী ঘনন্সুয়ার বাড়ি এলাকায় তার বাড়ি। পরিবার রয়েছে বাবা-মা স্ত্রী তিন বছরের পুত্র সন্তান I


প্রসঙ্গত ঘটনা সূত্র মারফত জানা গিয়েছে দ্রুত গতিতে আসা ডাম্পার আচমকা ধাক্কা মারে ,তখনই মাটিতে লুটিয়ে পড়ে ওই সিভিক ভলেন্টিয়ার , এলাকার মানুষ দেখতে পেয়ে ততক্ষণ ওই সিভিক ভলেন্টিয়ার কে উত্তরবঙ্গ হাসপাতালে পাঠান ,খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় বেলাকোবা পুলিশ ফাঁড়ির পুলিশ I

 পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গুরুতর আহত অবস্থায় ওই সিভিক ভলেন্টিয়ার কে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছে স্থানীয় গ্রামবাসী I ডাম্পার টি বাগডোগরা হয়ে আমবাড়ি হয়ে শিলিগুড়ি উদ্দেশ্যে যাচ্ছিল , ঘাতক ডাম্পারটিকে আটক করা হয়েছে তবে গাড়ির চালক পলাতক  I

পরিবার সূত্রে জানা গিয়েছে বিকালে ঠাকুমাকে নিয়ে ঘুরতে বেরিয়ে  হঠাৎ করে এই দুর্ঘটনা ঠাকুমার অবস্থা আশঙ্কাজন I 

শনিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে  ময়না তদন্ত করে  বেলাকোবা পুলিশ ফাঁড়িতে আনা হয় এবং সিভিক ভলেন্টিয়ার দীপক অধিকারীকে পুষ্প স্তবক দিয়ে শেষ সম্মান জানানো হয় I
 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়,জলপাইগুড়ি জেলা সভাধিপতি উত্তরা বর্মন,রাজগঞ্জ আই সি পঙ্কজ সরকার, জলপাইগুড়ি জেলা ডিপিএস এর চেয়ারম্যান লক্ষ্মমোহন রায় ,তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি ,
বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ বেলাকোবা পুলিশ ফাঁড়ির  সমস্ত পুলিশ কর্মীসহ সিভিক ভলেন্টিয়ার্সরা  I 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন