Rajganj ২৪ ঘন্টা পেরোতে না পেরেতেই আবারো নাবালিকা ধর্ষণের অভিযোগ রাজগঞ্জে
রাজগঞ্জ,পবিত্র রায় ৯ এপ্রিল : ২৪ ঘন্টা পেরোতে না পেরেতেই আবারো নাবালিকা ধর্ষণের অভিযোগ রাজগঞ্জে, নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করে রাজগঞ্জ থানার পুলিশ। ধর্ষণের ফলে ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতে। ধৃতের নাম মন্টুলাল দাস, (৬৫ )। রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার পরিবারের নজরে পড়ে ১৭ বছরের ওই মেয়েটি বমি করছে। পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করলে তরুণী জানায় প্রতিবেশী বৃদ্ধ মন্টুলাল দাস তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। ঘটনাটি কাউকে বললে খুন করা হবে বলে লাগাতার হুমকি দেয়। সেই ধর্ষণের ফলে অন্তঃসত্ত্ব হয়ে পড়েছে। গোটা ঘটনা জানিয়ে পরিবারের তরফে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় এক পঞ্চায়েত সদস্যার মামা হন
প্রসঙ্গত, ওই এলাকারই আরেক নাবালিকাকে ধর্ষনের অভিযোগে গতকাল পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিলো রাজগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত এখন সংশোধনাগারে। সেই নাবালিকাও অন্তস্বত্তা।
পরিবারের তরফ থেকে ওই তরুনীর দাদা অভিযুক্ত ওই ব্যক্তির যেন কঠোর সাজা হয় তার সাথে ফাঁসি দাবি করেছেন I
মাত্র ২৪ঘন্টার মধ্যে দুটি ঘটনায় দু-দুজন ধর্ষক গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অন্যদিকে, ঘটনায় দুঃখ প্রকাশ করে তৃণমূল নেতৃত্বের দাবি, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যবস্থা নিয়েছে । অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
প্রশ্ন উঠছে, অভিযুক্তরা না হয় গ্রেফতার হল, কিন্তু নির্যাতিতা এই নাবালিকাদের ভবিষ্যৎ কি?