তিন ফুট লম্বা হাতির দাঁত উদ্ধার,বড় সাফল্য বেলাকোবা বনবিভাগ



বেলাকোবা: এবার বেলাকোবা বন দফতরের অভিযানে উদ্ধার হলো তিন কেজি ওজনের হাতির দাঁত।
পাচারের ছক বানচাল করল বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের বেলাকোবা বনদপ্তর। 

জানাগেছে আসাম থেকে শিলিগুড়িতে ১৫ লক্ষ টাকায় বিক্রি হচ্ছিল হাতির দাঁত।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার বিকেলে শিলিগুড়ি তিন বাত্তি জাতীয় সড়কে লাইনট্রাকে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায়3 ফুট লম্বা হাতির দাঁত।
এই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে বৈকন্ঠপুর ফরেস্ট ডিভিশনের দপ্তর।
ধৃতরা হলো মনিকান্ত গোয়ালা বয়স32  আলিপুরের বাসিন্দা । রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন