হাতির হানায় মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থীর ,
রাজগঞ্জ: মাধ্যমিক পরিক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু মাধ্যমিক ছাত্রের, ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জ এর মহারাজ ঘাট এলাকায়, পরিবার সূত্রে জানা যায় যে রাজগঞ্জ বিধানসভার অধীন পাঁচিরাম না হাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র মহারাজ ঘাট এলাকায় বাড়ি থেকে বেলাকোবা কেবল পাড়া উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে বৈকুন্ঠপুর জঙ্গল থেকে এক হাতি বেরিয়ে এসে আক্রমণ করে হঠাৎ, ঘটনাস্থলে মৃত্যু হয় অর্জুন কুমার দাসের, ঘটনার পরে শোকের ছায়া মহারাজ ঘাট এলাকায়, পরিবারের পক্ষ থেকে জানানো হয় বেলাকোবা কেবল পাড়া উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরিক্ষা দিতে যাওয়ার পথে মহারাজ ঘাট এলাকায় গাড়ির সামনে চলে আসে একটি হাতি, সরে যাওয়ার আগেই আক্রমণ চালায়, বাবা প্রানে বেচে গেলেও ছেলের ঘটনাস্থলে মৃত্যু হয় I ঘটনার খবর পেয়ে বন বিভাগেরকর্মীরা দেহ উদ্ধার করেন I পরিবারের সঙ্গে দেখা করেন মিলন পল্লী থানার ওসি I