এবার প্রায় এক কোটি টাকার চোরাই বার্মাটিক কাঠ উদ্ধার
পবিত্র রায় ,রাজগঞ্জ ২৭ জানুয়ারি :এবার চটের বস্তায় ধানের তুষের আড়ালে গৌহাটি থেকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল চোরাই বার্মাটিক কাঠ, প্রায় এক কোটি টাকার কাঠ উদ্ধার, দুইটি ১৪ চাকা লরি আটক করা হয়, গ্রেপ্তার দুই, বৈকন্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের কাছে গোপন সূত্রের খবর ছিল কিছু বার্মাটিক কাঠ গোহাটি থেকে কোলকাতা কাতার ডানকুনিতে পাচার হবে, সেই খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে পানি কাউরি 31 নং জাতীয় সড়কে ওত পেতে ছিল, সেই সময় দুটি ১৪ চাকা লরি কে দার করিয়ে তল্লাসি করতেই বেরিয়ে আসে চোরাই কাঠ, সাথে সাথে লরিতে থাকা দুইজন কে গ্রেপ্তার করা হয়, তার নাম সাজি ন কেরালার বাসিন্দ ,শংকরা গঙ্গা রাজু অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, ধৃতদের জেরা করে জানা গেছে কাঠগুলো আসামের ইমতিয়াজ আলী কাছ থেকে ডানকুনির সুনীল ভালুটিয়া কাছে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠ গুলো, বন দপ্তর সূত্রে জানা যায় যে ট্রাকে আনুমানিক এক কোটি টাকা বার্মাটিক কাঠ ছিল, দুই জনকে শনি বার কোর্টে তোলা হবে I