স্কুলের ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম তৈরীর মাধ্যমে গ্রামের মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগ নিল প্রশাসন ।



বিদ্যুৎ কুমার মাহাত,হিলি:গোটা পশ্চিমবঙ্গ জুড়েই স্বনির্ভর দলের মহিলাদের আর্থিক সমৃদ্ধির ঘটানোর উদ্দেশ্যে নানান পদক্ষেপ গ্রহণ করে থাকে। তেমনি পদক্ষেপ নিতে দেখা গেল হিলি ব্লক প্রশাসনকে । এর পূর্বে বিভিন্ন স্থানে স্কুলের ড্রেস তৈরীর জন্য স্বনির্ভর দলের মহিলাদের 
জামা, প্যান্ট ,ফ্রক 
তৈরি করার  উপকরণ দেওয়া হয়েছিল।  এবারের স্কুলের ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম তৈরীর অর্ডার দেওয়া হয় জামালপুর গ্রাম পঞ্চায়েতের নব কল্যাণ সংঘ কে । প্রায় 4 হাজার পিস জামা, প্যান্ট 
সহ বিভিন্ন ধরনের পোশাক তৈরি করার নির্দেশ পেয়েছেন । সেই মোতাবেক স্থানীয় স্তরের মহিলাদের ট্রেনিং করিয়ে এই কাজে লাগানো হয়েছে ।এতে করে সাধারণ মহিলারা 
আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। ঠিক সেরকম দলগুলির অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধি হবে । পাশাপাশি কর্মসংস্থান বাড়বে ।
এমন অর্ডার পাওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন স্বনির্ভর দলের মহিলারা । এই সমস্ত কাজ খতিয়ে দেখতে আজ হিলি ব্লকের বিডিও অমিত দেব মন্ডল এবং এপিও নিশীথ সরকার পরিদর্শনে আসেন আসেন। এছাড়া জামালপুর গ্রাম পঞ্চায়েতের পোষাক তৈরীর কাজের  খুটিনাটি বিষয় গুলি দেখে গেলেন।
সময় মত তারা বিভিন্ন স্কুলে অর্ডার পাওয়া পোশাক সরবরাহ সঠিক সময়ে করতে পারবেন বলেই মনে করছেন নব কল্যাণ সংঘের মহিলারা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন