হরিশ্চন্দ্রপুর থানায় নব নিযুক্ত আইসিকে সংবর্ধনা আপের।


    নূর আইন,হরিশ্চন্দ্রপুর,১৬জুন:
মালদহের হরিশ্চন্দ্রপুর থানায় নব নিযুক্ত আইসি দেবদূত গাজমিরকে ফুলের তোড়া দিয়ে মঙ্গলবার সংবর্ধনা জ্ঞাপন করলো আম আদমী পার্টি।পাশাপাশি নিজের লিখা দুটি কবিতার বই আইসির হাতে তুলেদেন 
হরিশ্চন্দ্রপুর বিধানসভা আম আদমী পার্টির ইনচার্জ হাবিব খাঁন।হাবিব খাঁন ছাড়াও এদিনের ওই সংবর্ধনা জ্ঞাপনে উপস্থিত ছিলেন আম আদমী পার্টির মালদা জেলা কমিটির সদস্য সোহরাব আলি,মোদাসসেরুল হক ওরফে বাবু ভাই,শাজাহান আলি ও চাঁচল বিধানসভা আপের ইনচার্জ নূর আলম প্রমুখ্য অন্যরা।
     এদিন হরিশ্চন্দ্রপুর থানার নব নিযুক্ত আই সি দেবদূত গাজমিরকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা ও স্বাগত জানিয়ে
উপস্থিত সকলের সৌজন্যে পরিচয় করান বিধানসভার ইনচার্জ হাবিব খাঁন।অন্যদিকে হরিশ্চন্দ্রপুর বিধানসভা আপের ইনচার্জ হাবিব খাঁন আইসিকে বলেন, "স্যার, আমরা সকলেই আম আদমী পার্টির ভলান্টিয়ার,আর যদি কোনো ভল্যান্টিয়ার কোনো অবৈধ কিংবা আইন বহির্ভূত কাজ করে তবে আপনি তার বিরুদ্ধে অবশ্যই আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।এই বিষয়ে আম আদমী পার্টি কোনো সময় পুলিশের নিকট অপরাধীর সমর্থনে কোনো মন্তব্য বা তল্পীদারী করবেনা।তবে আপের কোনো ভল্যান্টিয়ারের বিরুদ্ধে মিথ্যা মামলা কিংবা তাকে হয়রানি করা হয় সে বিষয়ে অবশ্যই আপনার দ্বারস্থ্য হবো।"যা শুনে চরম আনন্দ প্রকাশ করেন আইসিও।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন