উচ্চ মাধ্যমিকে জয়জয়কার জলপাইগুড়ির দুই জন বধির ছাত্র ছাত্রী


জলপাইগুড়ি, ১০ই জুন ২০২২:- মাধ্যমিক পর উচ্চ মাধ্যমিক ৪৪ দিন পর রেজাল্ট ফলপ্রকাশ হয়। আমাদের বধির অ্যাসোসিয়েশনের সদস্য ও জলপাইগুড়ির দেশবন্ধু নগর হাই স্কুলের ছাত্র দিলীপ শা ২৮০ নম্বর পেয়ে পাস করেছে। আরেক ময়নাগুড়ি রোড হাই স্কুলের ছাত্রী অন্তরা দত্ত ৩৫৭ নম্বর পেয়ে পাস করেছে। দুই জন বধির সদস্যের উচ্চ মাধ্যমিক সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন বধির অ্যাসোসিয়েশনের সভাপতি শ্বাশ্বতী গুহ রায় ও সাধারণ সম্পাদক রিংকি কর সহ সকল প্রমুখ। আগামী মাসে আমাদের বধির অ্যাসোসিয়েশনের পক্ষ তাদের সম্বর্ধনা দেওয়া হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন