পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার শিবির
, আলিপুরদুয়ার, তুষার কান্তি বর্মন, 24 মে :
পূর্ব চকচকা কর্মতীর্থ কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার শিবির।। এই দুয়ারে সরকার শিবিরে উপস্থিত ছিলেন ব্লকের সমস্ত ধরনের সরকারি আধিকারিকরা। এই দুয়ারে সরকার শিবিরের কর্মসূচি হলো লক্ষী ভান্ডার, স্বাস্থ্য সাথী, কিষান ক্রেডিট কার্ড,তপশিলি বন্ধু,কৃষক বন্ধু, জাতিগত শংসাপত্র, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, পড়ায় সমাধানয়, খাদ্য সাথী আরো অনেক কিছু বিষয়ের উপর জনসাধারণের সাহায্য করা।