গভীর জঙ্গল থেকে উদ্ধার এক গৃহবধূর মৃতদেহ।
ত্রিপুরা : খোয়াইয়ের পূর্ব সোনাতলায় গভীর জঙ্গল থেকে উদ্ধার এক 18 বছর বয়সের গৃহবধূর মৃতদেহ। জানা গেছে গৃহবধূর নাম ভবানি তাঁতি।
জানা গেছে, কিছুদিন আগে জিব তাঁতির সাথে বিয়ে হয় ভবানী তাঁতির। বিয়ের কিছুদিন পরই সংসারে শুরু হয় অশান্তি।
ফলে ভবানী তাঁতি শশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসেন। এরপর থেকেই প্রতিনিয়ত ভবানীর বাড়িতে আসতেন জিব তাঁতী। ভবানীকে বাড়ি ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালান।
কিন্তু ভবানী কিছুতেই যেতে রাজি হননি । গত ছয়দিন আগে নিজ বাড়ি থেকেই উধাও হয় যান ভবানী। অবশেষে বৃহস্পতিবার জঙ্গলে ভবানীর মৃতদেহ উদ্ধার হয়।ঘটনায় চাঞ্চল্য এলাকায় ।