এক ব্যক্তি, এক পদ" নীতি সমর্থন করে না তৃণমূল


ব্যুরো রিপোর্ট: "এক ব্যক্তি, এক পদ" নীতি সমর্থন করে না তৃণমূল। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে একথা বললেন তৃণমূলের অন্যতম নেতা ফিরহাদ হাকিম। তৃণমূলের যুব নেতাদের পোস্ট ঘিরে ক্রমশ অসস্তি বাড়ছিল দলের অন্দরে। এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন ফিরহাদ। এদিন তিনি বলেন, "দল এই প্রচার অনুমোদন করে না। এই পোস্টের ফলে বিভ্রান্তি ছড়াচ্ছে। দলের নীতি নতুন করে নির্ধারণ করবেন নেত্রী। দলে কোনও বিভাজন নেই। নেত্রী সিদ্ধান্তই চূড়ান্ত।" 


বৃহস্পতিবার যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। যা শোরগোল ফেলে দেয় রাজ্য রাজনীতিতে। অস্বস্তি বাড়ে তৃণমূল শিবিরের। তারপরই মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট। রাতে বদলে যেতে থাকে একাধিক যুব নেতার ফেসবুকের কভার ফটো। 


পুরভোটের আগে থেকেই রাজ্যের শাসকদলের অন্দরে টানাপোড়েন চলছে। তার মধ্যেই দেবাংশু তাৎপর্যপূর্ণ পোস্ট করে দলীয় কর্মীদের একাংশকে সতর্কবার্তা দিয়েছে।কি ছিল বৃহস্পতিবার রাতের ফেসবুক পোস্টে ? ফেসবুকে দেবাংশুর স্পষ্ট অভিযোগ, ব্যক্তিগত স্বার্থে কিছু মানুষ ভোটে অশান্তি করেন। এ প্রসঙ্গে তাঁর আরও বক্তব্য, প্রয়োজনে চেয়ে দ্বিগুণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক। সেই পোস্ট নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা। এবার সেই বিতর্কের দাঁড়ি টানলেন ফিরহাদ হাকিম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন