কৃষিজ যন্ত্রপাতি অর্থাৎ পাওয়ারটিলার বিতরণ


পূর্ব মেদিনীপুর:কৃষিজ যন্ত্রপাতি অর্থাৎ পাওয়ারটিলার বিতরণ করা হল। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লক কৃষি দফতরের তরফে বালিঘাইতে কৃষকদের ৭ খানা পাওয়ারটিলার দেওয়া হয়। 




এগরা-২ ব্লকের সভাপতি দীনেশ কুমার প্রধান বলেন, "মমতা ব্যানার্জী যেটা চেয়েছেন, এর আগে কোন সরকার সেটা চাননি। আমার ব্লকেই চলতি অর্থবর্ষে আমরা কৃষকদের দিচ্ছি ৩২টি পাওয়ারটিলার। 




এ দিন ৭টি পাওয়ারটিলার ডেলিভারি হয়েছে। যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের প্রাইরোটি বেসিসে ওই সমস্ত চাষিদের দিচ্ছি।" 




তিনি আরও বলেন, "কৃষকেরা যাতে দাঁড়াতে পারে তার জন্য কৃষিবন্ধু থেকে শুরু করে কৃষকভাতা ও কৃষি বীমা দেওয়া হচ্ছে। 




আমার এই ব্লকে কৃষিবন্ধু পান প্রায় ৫১ হাজার চাষি। আমরা ধান কাটা মেশিন থেকে আরম্ভ করে হার্ভেস্টিং মেশিনও চাষিদের দেব। এভাবে আমরা কৃষকদের পাশে আছি।"


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন