কৃষিজ যন্ত্রপাতি অর্থাৎ পাওয়ারটিলার বিতরণ
পূর্ব মেদিনীপুর:কৃষিজ যন্ত্রপাতি অর্থাৎ পাওয়ারটিলার বিতরণ করা হল। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লক কৃষি দফতরের তরফে বালিঘাইতে কৃষকদের ৭ খানা পাওয়ারটিলার দেওয়া হয়।
এগরা-২ ব্লকের সভাপতি দীনেশ কুমার প্রধান বলেন, "মমতা ব্যানার্জী যেটা চেয়েছেন, এর আগে কোন সরকার সেটা চাননি। আমার ব্লকেই চলতি অর্থবর্ষে আমরা কৃষকদের দিচ্ছি ৩২টি পাওয়ারটিলার।
এ দিন ৭টি পাওয়ারটিলার ডেলিভারি হয়েছে। যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের প্রাইরোটি বেসিসে ওই সমস্ত চাষিদের দিচ্ছি।"
তিনি আরও বলেন, "কৃষকেরা যাতে দাঁড়াতে পারে তার জন্য কৃষিবন্ধু থেকে শুরু করে কৃষকভাতা ও কৃষি বীমা দেওয়া হচ্ছে।
আমার এই ব্লকে কৃষিবন্ধু পান প্রায় ৫১ হাজার চাষি। আমরা ধান কাটা মেশিন থেকে আরম্ভ করে হার্ভেস্টিং মেশিনও চাষিদের দেব। এভাবে আমরা কৃষকদের পাশে আছি।"