আনিস কাণ্ডে হরিশ্চন্দ্রপুরে প্রতিবাদ মিছিল



নুর আইন, মালদা, 25 ফেব্রুয়ারি: 
আনিস হত্যাকাণ্ড ঘিরে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। প্রতিবাদী ছাত্র নেতা হত্যাকাণ্ডে পুলিশকে দোষী সাব্যস্ত করেছে রাজ্যবাসী সহ একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা। রাজ্যজুড়ে প্রতিবাদ জানিয়েছে ছাত্রসমাজ। এবার এই প্রতিবাদের প্রতিফলন দেখা গেল হরিশ্চন্দ্রপুর এলাকায়। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কলেজ ইউনিভার্সিটি তে পাঠরত কয়েকশো  ছাত্র ছাত্রী হরিশ্চন্দ্রপুর এ একটি প্রতিবাদ মিছিল করে। আনিস হত্যাকারীদের শাস্তি চাই এই দাবিতে মুখরিত হয়ে ওঠে হরিশ্চন্দ্রপুর এর প্রধান সড়ক। হরিশ্চন্দ্রপুর গোপাল কেদিয়া মোড় থেকে এলাকার ছাত্রছাত্রীরা মিছিল শুরু করে। এই প্রতিবাদ মিছিল হরিশ্চন্দ্রপুর এর বিভিন্ন ব্যস্ততম এলাকা পরিদর্শন করে শহীদ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এলাকার ছাত্রছাত্রীরা একটি বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে দাবি ওঠে অবিলম্বে রাজ্য প্রশাসক এই হত্যাকাণ্ডে  নিরপেক্ষ তদন্ত করুক।
উল্লেখ্যশুক্রবার গভীর রাতে পুলিশের পোশাকে কয়েকজন তাঁর বাড়িতে যায় পুলিশের ছদ্মবেশে অভিযোগ পরিবারের। এরপর তাঁর বাড়ি ঢুকে চার দুষ্কৃতী ছাদে নিয়ে গিয়ে তাঁকে ধাক্কা দেয় বলে অভিযোগ পরিবারের। তারপর থেকে রাজ্য তোলপাড় হয়ে ওঠে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে। নিন্দায় সরব হন বুদ্ধিজীবী সমাজ।
এই মিছিলে অংশগ্রহণ কারী বিশ্ববিদ্যালয় ছাত্র শহিদুল ইসলাম জানান রাজ্যজুড়ে তৃণমূল সরকারের পুলিশ স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা চালাচ্ছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করি। অবিলম্বে দাবি জানাই নিরপেক্ষ তদন্তের।
প্রশাসন ও নেতাদের কাছে অনুরোধ প্রতিবাদীদের কন্ঠরোধ করার চেষ্টা না করে প্রতিবাদীদের সাথে কথা বলে সমস্যা  সমাধান করার চেষ্টা করুন।তাতে কোনো মায়ের কোল খালি হবে না।ফলে দেশ সুষ্ঠ থাকবে,রাজ্য শান্তি থাকবে শহর ভালো থাকবে জনগণ ভালো থাকবে।দেশের গণতন্ত্র ঠিক থাকবে।
এদিকে আজকের এই ছাত্রদের বিক্ষোভ মিছিলকে হরিশ্চন্দ্রপুর পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। হরিশ্চন্দ্রপুরে অশান্তি এড়াতে আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী হরিশ্চন্দ্রপুর এর বিভিন্ন এলাকায় মোতায়েন ছিল

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন