গ্রেফতার 1 গাজা পাচারকারী উদ্ধার 10 কেজি গাঁজা।



নুর আইন, মালদা, 25 ফেব্রুয়ারি
পুলিশের তৎপরতায় গতকাল রাতে হরিশ্চন্দ্রপুরের কোলহা এলাকা থেকে গাজা পাচারকারী গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 10 কেজি গাঁজা। ধৃত যুবকের নাম সুমন দাস। বয়স 29। ধৃত যুবকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বার ডাঙ্গা গ্রামে। ওই গাজা পাচারকারী যুবককে আজ মালদা কোর্টে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এলাকারই কোলহা গ্রামে হানা দেয়। পুলিশ বাহিনীর নেতৃত্ব ছিলেন স্বয়ং আইসি সঞ্জয় কুমার দাস। সেখানে ওই যুবক টোটো করে একটি বস্তা নিয়ে যাচ্ছিল। সেখানে ওই যুবককে পাকড়াও করে পুলিশ।তার কাছ থেকে উদ্ধার হয় 10 কেজি গাঁজা। এত পরিমাণ গাঁজা নিয়েছে কোথায় যাচ্ছিল সেই নিয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান আমরা গতকাল রাতে খবর পাই হরিশ্চন্দ্রপুরের ওই এলাকায় গাঁজা পাচার করার চেষ্টা করা হচ্ছে। সেখানে গিয়ে ওই যুবককে আটক করা হয় তার কাছ থেকে 10 কেজি গাঁজা উদ্ধার হয়েছে আজ তাকে আদালতে পেশ করা হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন