ইলেকট্রিকের তারের সমস্পর্শে দাউ দাউ করে জ্বলছে লরি
পশ্চিম মেদিনীপুর: রাস্তার উপরে থাকা ইলেকট্রিকের তার লেগে পাট বোঝাই লরিতে আগুন! চালকের তৎপরতায় এড়ানো গেলো বড়সড় দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেলে প্রায় সাড়ে পাঁচ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত পিন্ডরুই বাজার এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, পিন্ডরুই বাজার থেকে পাট লোড করে লরিটি কলকাতার উদ্দেশ্য যাচ্ছিল, পিন্ডরুই বাজার পেরিয়ে কিছুটা যেতেই রাস্তার ওপরে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন ইলেকট্রিকের তারে লেগে গোটা গাড়িতে মুহূর্তের মধ্যেই আগুন লেগে যায়!
পতক্ষ্যদর্শীদের চিৎকারে চালক বেশ কিছুটা রাস্তা এগিয়ে নিয়ে গিয়ে পাশে থাকা একটি ঝিল এ উল্টে দেন লরিটিকে। ঘটনার খবর পেয়ে পিংলা থানার পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।