রাজগঞ্জের শহীদ বিজেপি কর্মী উলেন রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হল।মঙ্গলবার বিজেপি নেতৃত্বদের উপস্থিতে শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন
রাজগঞ্জের শহীদ বিজেপি কর্মী উলেন রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হল।মঙ্গলবার বিজেপি নেতৃত্বদের উপস্থিতে শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য, গতবছর ৭ ডিসেম্বর উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। সেদিন উত্তরকন্যা অভিযানে যাওয়ার পথে শহীদ হতে হয় বিজেপি কর্মী উলেন রায়কে।
বিজেপিরজলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বমি বলেন, উলেনদার আত্মবলিদান আমরা ভুলিনি এবং ভুলব না।তার পরিবারের পাশে আমরা ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
বিজেপির রাজ্য সহ-সভাপতি দীপ প্রামাণিক জানান আগামী বছরের মধ্যে স্থায়ী শহীদ বেদী তৈরি করে তার শহীদ দিবস পালন করা হবে।
এদিন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি দীপেন প্রামাণিক, বিজেপির জলপাইগুড়ি জেলার সভাপতি বাপি গোস্বামী জলপাইগুড়ি কিষান মোর্চা জেলা সভাপতি নকুল দাস, জলপাইগুড়ি জেলা সম্পাদক তপন রায় কোষাধ্যক্ষ রাজগঞ্জ উত্তর মন্ডল এর মন্ডল সভাপতি , রাজগঞ্জ উত্তর মণ্ডলের যুব সভাপতি সহ সংগঠনের জেলা ও ব্লক কমিটির সদস্যরা।