রাজ্য বধির ব্যাডমিন্টনে অভিষেকের দ্বিমুকুট জয়*


জলপাইগুড়ি,২০২১ :- প্রথম রাজ্য বধির ব্যাডমিন্টন প্রতিযোগিতা হলো জলপাইগুড়ির শিল্পসমিতি পাড়ার মিনি ইনডোর স্টেডিয়ামে। এই প্রতিযোগিতায় জলপাইগুড়ির অভিষেক বসু সিঙ্গলস ও ডাবলসে চ্যাম্পিয়ন হয় এবং দুটো বিভাগে রানার্স হয়ে প্রত্যুষ ভট্টাচার্য পারফরম্যান্সের সেরা খেলোয়াড় পুরস্কার লাভ করে। মেয়েদের সিঙ্গলস বিভাগে চ্যাম্পিয়ন হয় জলপাইগুড়ির রিয়া রায় ও যুগ্মভাবে তৃতীয় হয় একই জেলার প্রতিমা রায়। রাজ্য সাত জেলার সকল বধির খেলোয়াড়েরা অংশ গ্রহণ করে। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ঐশিকা রায়, উজ্জ্বল দাস চৌধুরী, কার্যকরী সভাপতি শ্বাশ্বতী গুহ রায়, WBSAD সহ সম্পাদক মনীশ দাস, স্বপন গুহ সহ প্রমুখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন